মালয়েশিয়া বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 28
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। তিনি তার বক্তব্যে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “রাষ্ট্র মেরামতের জন্য আমাদের দল যে রূপরেখা দিয়েছে, তা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
আরও পড়ুন: নারীর অধিকার ও মর্যাদায় অটল থাকার আহ্বান জাকের পার্টির
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাবেক সহ সভাপতি হাজী জাকিরুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন, সহ সভাপতি ড. এস এম রহমান তনু, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ মোল্লা, সহ অর্থ সম্পাদক এম এ কালাম, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, আর্কাইভ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ফরহাদ হোসেন, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান মাছুম শেখ, যুবদল সহ সভাপতি মো. মঞ্জু খা, যুবদল সহ সাধারণ সম্পাদক রমজান আলী, যুবদল দপ্তর সম্পাদক বাদল কারার, যুবনেতা শেখ মোহাম্মদ সেলিম, নূরে ই সিদ্দিকী সুমন, বিল্লাল শেখ, বিএনপি নেতা শাজালাল, আনোয়ার পারভেস, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম কবির, সাইদুর রহমান বাবু, আল ইমরান, মারুফ ই এলাহী, পলাশ তালুকদার, শাহিন, তোতা মিয়া সহিদ, বিল্লাল হোসেন, আওলাদ হোসেন, উত্তম কুমারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে শত শত নেতাকর্মী কুয়ালালামপুরে এসে এই অনুষ্ঠানে যোগ দেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি তালহা মাহমুদ।
তৃতীয় চোখ/এসআই