ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট : ০৯:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 54

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “দেশে শিশু থেকে বৃদ্ধা—কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেপ্তারের পর কী বিচার হয়, তাদের ফাঁসি হয় কিনা, তা আমরা জানতে পারি না। বরং দেখা যায়, ধর্ষকরা জামিন পেয়ে অবাধে ঘুরে বেড়ায়। সংবিধানে ধর্ষকদের শাস্তির বিধান থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না।”

আরও পড়ুন: মালয়েশিয়া বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িত তিনজন পুরুষ ও একজন নারীর প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। তারা বলেন, “আমরা ‘এরেস্ট-এরেস্ট’ নাটক আর দেখতে চাই না। আমরা প্রকাশ্যে ফাঁসি চাই, অন্যথায় আমরা শান্ত হবো না।”

রোকেয়া হলের শিক্ষার্থী আবিদা সুলতানা পুষ্প বলেন, “ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছি। আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাই। কোনো ধর্ষক যেন আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াতে না পারে, সেটাই আমাদের চাওয়া।”

সমাবেশে আরও অনেকে বক্তব্য দেন এবং ধর্ষণবিরোধী কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

 

তৃতীয় চোখ/এসআই

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৯:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “দেশে শিশু থেকে বৃদ্ধা—কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেপ্তারের পর কী বিচার হয়, তাদের ফাঁসি হয় কিনা, তা আমরা জানতে পারি না। বরং দেখা যায়, ধর্ষকরা জামিন পেয়ে অবাধে ঘুরে বেড়ায়। সংবিধানে ধর্ষকদের শাস্তির বিধান থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না।”

আরও পড়ুন: মালয়েশিয়া বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িত তিনজন পুরুষ ও একজন নারীর প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। তারা বলেন, “আমরা ‘এরেস্ট-এরেস্ট’ নাটক আর দেখতে চাই না। আমরা প্রকাশ্যে ফাঁসি চাই, অন্যথায় আমরা শান্ত হবো না।”

রোকেয়া হলের শিক্ষার্থী আবিদা সুলতানা পুষ্প বলেন, “ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছি। আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাই। কোনো ধর্ষক যেন আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াতে না পারে, সেটাই আমাদের চাওয়া।”

সমাবেশে আরও অনেকে বক্তব্য দেন এবং ধর্ষণবিরোধী কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

 

তৃতীয় চোখ/এসআই