জাতীয় নাগরিক পার্টির শহীদ দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা

- আপডেট : ০৮:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / 58
আগামীকাল ৪ মার্চ জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও ছাত্র-জনতার অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা নাগাদ দলটির নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। পরে সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজারে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হবে।
আরও পড়ুন:জিয়া প্রজন্ম দল নামে ভুয়া সংগঠনের অপকর্ম ফাঁস
এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাসির ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে পার্টির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সাদেক উল্লাহ সিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।