মিজানুর রহমান আজহারীকে কাফের বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

- আপডেট : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 106
সম্প্রতি একটি টকশোতে আলোচিত ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী মাওলানা মিজানুর রহমান আজহারীকে ‘কাফের’ বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টকশোটি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শিরোনামে প্রচারিত হয়, যেখানে ড. আব্বাসী আজহারীর বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমের সমালোচনা করেন এবং তার ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
এ ঘটনায় ইসলামী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আব্বাসীর বক্তব্যকে সমর্থন করলেও, অনেকেই এটিকে অযৌক্তিক ও বিভেদ সৃষ্টিকারী হিসেবে দেখছেন।
উল্লেখ্য, মাওলানা মিজানুর রহমান আজহারী বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ইসলামী বক্তা, যার ওয়াজ ও বক্তব্য ব্যাপক অনুসারী রয়েছে। অপরদিকে, ড. এনায়েতুল্লাহ আব্বাসীও তার সরাসরি ও কঠোর সমালোচনামূলক বক্তব্যের জন্য পরিচিত।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজহারী বা তার অনুসারীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন